আসন্ন ২৫ জুলাইয়ের শান্তিপদযাত্রাকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা কমিটি। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের পাবলিক লাইব্রেরীতে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এনসিপি সুনামগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। তিনি বলেন, “সুনামগঞ্জ শান্তি ও সম্প্রীতির শহর। আমরা আশা করি, এনসিপির ২৫ জুলাইয়ের পদযাত্রা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে। এই কর্মসূচি সুনামগঞ্জবাসীর অংশগ্রহণে একটি ঐতিহাসিক জনসমাগমে রূপ নেবে।”
তিনি আরও বলেন, “শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই-আগস্ট বিপ্লবে শহিদদের এবং আহতদের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারগুলোর প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁদের প্রতি সদয় হন।”
দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন জানান, এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক সাড়া পড়েছে। এবারের কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সুনামগঞ্জের কৃতী সন্তান ইহতেশামুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সুনামগঞ্জের পদযাত্রার মূল আয়োজন অনুষ্ঠিত হবে শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে একটি পথসভা মাধ্যমে। জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বক্তারা বলেন, “আপনারা যদি কোথাও কোনো ঘাটতি দেখেন, সরাসরি আমাদের জানাবেন। আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো কর্মসূচির সফলতা নিশ্চিত করতে।”
তিনি আরও বলেন, “পুরনো রাজনীতির ধারা বদলে, মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এনসিপি কাজ করে যাচ্ছে। মিডিয়ার শক্তিশালী ভূমিকা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশে পরিবর্তন সম্ভব নয়।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আবু সালেহ মো. নাসিম, সাহিদুল ইসলাম, সদস্য ফয়সাল আহমেদ, জুলফাস খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।