মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় শোক জ্ঞাপন করলেন পাকিস্তানী অভিনেত্রী

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৬:০৬ পিএম
মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় শোক জ্ঞাপন করলেন পাকিস্তানী অভিনেত্রী

স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো গোটা বাংলাদেশ। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন। মর্মান্তিক এই ঘটনা সারাদেশে শোকের মাতম সৃষ্টি করেছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে এ শোকের ছায়া নাড়া দিয়েছে পাকিস্তানি অভিনেত্রীদের মনেও। জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি তার ইস্টাগ্রাম স্টোরিতে এক শোক বার্তা লিখেছেন বাংলাদেশের বিমান দুর্ঘটনা নিয়ে। বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে ইয়ুমনা লিখেছেন, ‘এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জনদের হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও প্রার্থনা।’ পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজির ও লাল সবুজের পতাকা। প্রসঙ্গত, গত সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে