কুমিল্লায় ভুয়া চক্ষু চিকিৎসকের লাখ টাকা জড়িমানা

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৬:২৬ পিএম
কুমিল্লায় ভুয়া চক্ষু চিকিৎসকের লাখ টাকা জড়িমানা

কুমিল্লার হোমনা উপজেলার চৌরাস্তায় অবস্থিত শারবিন চশমার দোকানে ভূয়া চক্ষু চিকিৎসক ডাঃ মোঃ মহসীনের ভুল চিকিৎসায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বাম চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে ভুয়া চক্ষু চিকিৎসককে এক লাখ টাকা জড়িমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার চৌরাস্তা মোড়ের শারবীন চশমা ঘরে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা এ জড়িমানা আদায় করেন। 

জানাগেছে, উপজেলার চৌরাস্তা এলাকার বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী সাইফুল ইসলাম শামীম কিছুদিন আগে চোখে পানি পড়ার সমস্যায় চৌরাস্তা মোড়ের শারবীন চশমা ঘরে চিকিৎসার জন্য যান। সেখানে থাকা ভুয়া চিকিৎসক মোঃ মহসীনের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করেন। কিন্তু কিছুদিন পর তার চোখে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। পরে শামীম ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ আব্দুল হাই জানান, ভুল চিকিৎসার কারণে চোখের মারাত্মক ক্ষতি হয়েছে এবং অপারেশন ছাড়া চিকিৎসার আর কোনো উপায় নেই।


পরে চোখ নষ্ট হওয়ায় চোখ হারানো শামীম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস ছালাম সিকদারের নিকট একটি লিখিত অভিযোগ দেন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস ছালাম সিকদার গুরুত্ব দিয়ে তিনি উপজেলা প্রশাসনকে অবহিত করেন এবং হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফয়জুর রহমানকে তদন্তের দায়িত্ব দেন। আজ মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার নেতৃত্বে এমওডিসি ডা. ফয়জুর রহমানঅভিযুক্ত চিকিৎসকের চেম্বারে অভিযান চালান। এসময় সঠিক চিকিৎসা সনদ ও বৈধ অনুমোদন না থাকায় তাকে ভুয়া চিকিৎসক হিসেবে চিহ্নিত করে ভ্রাম্যমান আদালত এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা জানান, সঠিক চিকিৎসা সনদ ও বৈধ অনুমোদন না থাকায় তাকে ভুয়া চিকিৎসক হিসেবে চিহ্নিত করে তাকে উপরোক্ত সাজা দেয়া হয়। এসময় অভিযুক্ত মহসীন ভবিষ্যতে আর কোনো চিকিৎসা কার্যক্রম চালাবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামাও প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে