সেনবাগে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৭:১৫ পিএম
সেনবাগে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

সেনবাগে দুই আলাদা স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি জায়গা দখল করে অবৈধ ভাবে নির্মান করা ৩০টি স্থাপনা ভ্যাকু মেশিন দিয়ে ভেঙ্গে দিয়েছে। বুধবার বিকেল উপজেলা ফেনী নোয়াখালী ফোর লেইন মহাসড়কের ছমির মুন্সিরহাট বাজার ও কাবিলপুর গরীরেব ৩০০ফুট নামক স্বপ্নচুড়া চত্বরের অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা গুলো ভেঙ্গে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেনবা সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন ভারভেজ ও সেনবাগ থানার একদল পুলিশ। 

ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সরকারি সম্পত্তি দখল করে যে বা যারা স্থাপনা নির্মান করেছেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিলম্বে জানা সরকািরি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মান করেছে ত্রাা যেন নিজ দায়ীত্বে স্থাপনাগুলো সরিয়ে নেয়। অন্যথায় প্রশাসন তার উচ্ছেদ অভিযান পরিচলনা করবে।

আপনার জেলার সংবাদ পড়তে