নালিতাবাড়ীতে গাঁজাসহ কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৭:১৬ পিএম
নালিতাবাড়ীতে গাঁজাসহ কারবারি আটক

শেরপুরের নালিতাবাড়ীতে গাঁজাসহ আহসান হাবিব হেলাল (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ । তিনি উপজেলার নয়াবিল গ্রামের মৃত ইমান আলীর  ছেলে । বুধবার (২৩ জুলাই) দুপুরে ৃতাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার নয়াবিল বাজারের উত্তরে নালিতাবাড়ী টু নাকুগাঁও স্থলবন্দর মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

সুত্র জানায়, মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার নয়াবিল বাজারের উত্তরে পাকা সড়কে মাদক বেচাকেনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় সাদা পলিথিনে মোড়ানো ৯৫০ গ্রাম গাঁজাসহ আহসান হাবিবকে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, আটক আহসান হাবিবের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণির ১৯ (ক) ধারায় মামলা দায়ের করে বুধবার দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো  হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে