কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ফরাজী পাড়া গ্রামের একই পরিবারের সাতজন সহ মোট আট জন নিহত হয়েছে বুধবার সকাল সাড়ে দশটার দিকে নাটোরের বড়াই গ্রামে দ্রুত গামী ট্রাকও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে । এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ ফরাজী পাড়া গ্রামের
জাহিদুল ইসলাম তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বুধবার সকালে মাইক্রোবাস যোগে সিরাজগঞ্জে তার ছেলের শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন এ সময় নাটোরের বড়াই গ্রামের শ্রীরামপুর আইরমারী এলাকার বনপাড়া হাটি কুমরুল মহা সড়কে বুধবার সকাল সাড়ে দশটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মাইক্রোবাস টিকে সজোরে ধাক্কা দিলে ঘটনা স্থলে পাঁচজন এবং হাসপাতালে নেয়ার পথে আরো তিনজনের মৃত্যু ঘটে। জানা গেছে
দৌলতপুর সীমান্তের ধর্মদহ ফরাজীপাড়া
গ্রামের জাহিদুল ইসলাম, ইতি খাতুন, শেলি বেগম, আনোয়ারা খাতুন, আঞ্জুমান আরা
সীমাখাতুন, আনোয়ারা বেগম ও মাইক্রো বাসের চালক সাহাব উদ্দিন নিহত হয়।ধর্মদহ ফরাজী পাড়া গ্রাম থেকে সিরাজগঞ্জে যাওয়ার পথে নাটোরের বন পাড়ায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।নাটোর ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মরগে প্রেরন করে। দুর্ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআবদুল হাই সিদ্দিকী ও দৌলতপুর থানার নবাগত ওসি সোলায়মান সেখ ধর্ম দহ পালাজী পাড়া গিয়ে নিহতেরস্বজনদের সঙ্গে কথাবার্তা বলেন এবং খোঁজখবর নেন। এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দৌলতপুরের একই পরিবারের সাত জনসহ আটজন নিহত হওয়ায় দৌলতপুরের সাবেক এমপি, দৌলতপুর থানা বিএনপির সভাপতি,
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য
আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা গভীর শোক প্রকাশ করে নিহতদের শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। ঢাকায় উত্তরা দিয়াবাড়িতে বিমান
বিধ্বস্তে দৌলতপুরের রজনী নিহতের মাত্র একদিন যেতে না যেতেই আবারো দৌলতপুরের সীমান্তবর্তী ধর্মনগর ফরাজী পাড়া গ্রামে শোকের মাতম শুরু হয় বুধবার।