সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে বুধবার (২৩ জুলাই) সকাল ১০:৩০টায় সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা ও ১০ মিনিট শোয়া কর্মসূচি। সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
আয়োজকরা বলেন, নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদেই এই কর্মসূচি। বক্তারা দুর্নীতি, দখলবাজি ও ঘুষের বিরুদ্ধে সরব হয়ে ঘুষখোর, দুর্নীতিবাজ, দখলবাজ, ভূমিখেকো ও দালালদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করার জোর দাবি জানান।
বক্তারা বলেন, সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকান বসানো হয়েছে। কোথাও আবার নির্মাণসামগ্রী ফেলে রাখায় জনসাধারণ ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। যানজটের অন্যতম কারণ হিসেবে দখল ও অপরিকল্পিত পার্কিংকে দায়ী করেন তারা।
আন্দোলনকারীরা জানান, ফুটপাত ও রাস্তা দখলকারীদের কাছ থেকে অর্থ গ্রহণের মাধ্যমে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান। জনগণের চলাচলের অধিকার ফিরিয়ে আনতে দখলদারদের হাত থেকে রাস্তা ও ফুটপাত মুক্ত করার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের। অনুষ্ঠান পরিচালনা করেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী।
পবিত্র কোরআন তিলাওয়াত করেন সিবিযুকস মহানগর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিতাব। স্বাগত বক্তব্য রাখেন মহানগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন:
বাংলাদেশী প্রবাসী কমিউনিটি নেতা ও সিলেটী সচেতন নাগরিক সমাজের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ডিনেস, সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুর রহীম, ছাত্রনেতা তোফায়েল চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ ইব্রাহিম মিয়া, কবি ও সাহিত্যিক কামাল আহমদ, আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদারসহ আরও অনেকে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রায় দুই শতাধিক সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আগামী কর্মসূচি:
বক্তারা ঘোষণা করেন, আগামী ১২ আগস্টের মধ্যে দখলমুক্ত না হলে ১৩ আগস্ট বুধবার সিলেট সিটি কর্পোরেশনের প্রধান গেইটে তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে।