সৈয়দপুরে এফডিইবি'র প্রকৌশলী সমাবেশ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০২:০১ পিএম
সৈয়দপুরে এফডিইবি'র প্রকৌশলী সমাবেশ

নীলফামারীর সৈয়দপুরে এফডিইবির প্রকৌশলী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই আল ফারুক একাডেমি মিলনায়তনে ওই সমাবেশের আয়োজন ছিল। এতে প্রধান অতিথি ছিলেন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ( এফডিইবি) নীলফামারী জেলার উপদেষ্টা ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ড. খায়রুল আনাম। এ সময় তিনি বলেন,সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ ও দক্ষ ইঞ্জিনিয়ারের বিকল্প নাই। এ জন্য ইঞ্জিনিয়ারদের নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষ হওয়ার পাশাপশি সৎ মানুষ হওয়ার আহবান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এফডিইবি'র জেলা সভাপতি প্রকৌশলী আখতারুজ্জামান, নীলফামারী-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ ও মাওলানা আব্দুল মুনতাকিম এবং শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর সিনিয়র সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী মো.শাহজাহান মোল্লা। সঞ্চালনা করেন পেশাজীবি বিভাগের সেক্রেটারি সেকেন্দার আলী। ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে বক্তব্য বলেন নিজামুল হক, মমিনুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি আরো বলেন, আমাদের দেশে সম্পদের অভাব নেই। অভাব শুধু ভালো মানুষের। দেশে সকল পেশাজীবীদেরই সংগঠন আছে। সব সংগঠনেরই উদ্দেশ্য ভালো। অর্থাৎ দেশের উন্নয়ন ও  কল্যাণ। কিন্তু সেসব সংগঠনের সাথে এফডিইবির মৌলিক পার্থক্য হচ্ছে দেশের মেধাবী মানুষগুলোকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি একজন সৎ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। তবে দেশ দুর্নীতিমুক্ত হবে। সমাবেশে অর্ধশতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে