যৌথ বাহিনীর অভিযানে

ঘোড়াঘাটে ১০টি মোটরসাইকেল আরোহীকে জরিমানা ও মামলা

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০২:৩৫ পিএম
ঘোড়াঘাটে ১০টি মোটরসাইকেল আরোহীকে জরিমানা ও মামলা

দিনাজপুরের ঘোড়াঘাটে যৌথ বাহিনীর অভিযানে ১০টি মোটরসাইকেল আরোহীকে ৪৮ হাজার টাকা জরিমানা করে মামলা দিয়েছে। বুধবার ঘোড়াঘাট-দিনাজপুর মহাসড়কের হাটপাড়া নামকস্থানে বিকেল ৪টা থেকে সন্ধা পর্যন্ত এই অভিযান চলে । দিনাজপুর জেলা পুলিশ এর ট্রাফিক বিভাগ ও ঘোড়াঘাট সেনা ক্যাম্পের মেজর আব্দুল আহাদের নেতৃত্বে এই অভিযান চলে। দিনাজপুর জেলা পুলিশের উপ সহকারী পরিদর্শক আবুল কালাম জানান, সড়কে শৃংখলা ফিরিয়ে আনার জন্য মাঝে মাঝে এই অভিযান পরিচালিত হয়। বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা মোটরসাইকেল , প্রাইভেট কার,মাইক্রোবাস থামিয়ে তল্লাসি করে গাড়ির ফিটনেস,ড্রাইভিং লাইসেন্স হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে চেকপোষ্ট বসিয়ে জরিমানা করা হয়।