সেনবাগে চেয়ারম্যান ও মেম্বারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৪:১৪ পিএম
সেনবাগে চেয়ারম্যান ও মেম্বারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সেনবাগের ইউপি চেয়ারম্যান ও মেম্বার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। এ সময় ৮/১০জনর একদল মুখোশপরা সংবদ্ধ ডাকাতদল উপজেলা ৬নং কাবিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল হক চেরাজ চেয়ারম্যামের মইজদীপুর গ্রামের বাড়ির বসতঘরের দরজা ভেঙ্গে ভিতরে ডুকে চেয়ারম্যানের নাতনী আনিয়া বিনতে আজাদকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ভরি স্বর্ণাংকার লুট করে নিয়ে যায়। এসময় ডাকাত দল চেয়ারম্যানের স্ত্রী সৈয়দা হাসিনা আক্তার (৪৫)কে চড়-থাপ্পড় মেরে আহত করে। একই সময় ওই বাড়ির চেয়ারমানের বড়ভাই অবস্থান করা আবদুল খালেকের বসতঘরের দরজা ভেঙ্গে তছনছ করে। তবে, তারা ঢাকায় থাকায় কোন মালামাল খোয়া গেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

অপরদিকে একই ইউপির পূর্ব কাবিলপুর তফাদার বাড়ির কাবিলপুর ৭নং ওয়াডের সাবেক মেম্বার হুমায়ুন কবিরের নতুন বাড়ির বসতঘরের দরজা ভেঙ্গে অনুরুপ ভাবে ভিতরে ডুকে ৮/১০ জনের একদল সশস্ত্র মুখোশপরা ডাকাত বসতঘরে ডুকে অস্ত্রের মুখে পরিবারের নারী পুরুষদের জিম্মি করে ১০ভরি স্বর্ণালংকার নগদ ১লক্ষ ২১হাজার টাকা,দুইটি মুঠোফোন সহ মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এরপর ডাকাতদল পাশ্ববর্তী কামাল পাটোয়ারীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে গেইট ভাঙ্গার চেষ্ঠা করে।এসময় কুয়েতে থাকা কামাল পাটোয়ারীর ছেলে সিসিটিভিতে ডাকাতদল দরজা ভাঙ্গার দৃশ্য বিদেশে থেকে এলাকায় মোবাইলফোনে অভিভাবকদের জানালে তারা চিৎকার দিলে ডাকাত দল পালিয়ে যায়। ওই তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত পৌনে একটা থেকে রাত আড়াইটার মধ্যে।

ডাকাতির খবর পেয়ে নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) একেএম ইমরান খান, সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুপলিশ ফোর্স ঘটনাস্থলগুলো পরিদির্শন করেছেন। যোগযোগ কররে ঘটনার সত্যতা নিশ্চিত করেন,সেনবাগ থানাল অফিসার ইনচার্জ(ওসি)এমএম মিজানুর রহমান জানান,তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে