৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৪:১৬ পিএম
৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

 কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের  সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান সরকার, সদস্য তানজিনা আলী, জামিনুল ইসলাম, আব্দুল কাদের, জয়নাঠ আবেদীন, সফিয়ার রহমান, আব্দুল গফফার, বিপ্লব মিয়া, সাবু মিয়া প্রমুখ।

বক্তারা অবিলম্বে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যমূলক আইন বাতিল করে বেসকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণ করার সৃষ্টির আহ্বান জানান।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরারব জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে