ইসলামিক ফাউন্ডেশনের সাটুরিয়া উপজেলার ধর্মীয় শিক্ষকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১১ টার দিকে সাটুরিয়া মডেল মসজিদের হলরুমে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. মোরসাল।
সাটুরিয়ার ফিল্ড সুপার ভাইজার মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের মাষ্টার ট্রেইনার মাওলানা আশরাফুল আলম, ভারপ্রাপ্ত মলেল কেয়ারটেকার শাহিন সরকার, সাধারণ কেয়ারটেকার মাওলানা মুনিরুজ্জামান জিহাদী, মাওলানা রফিকুল ইসলামসহ আরও অনেকেই।
এ সময় ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলা কার্যালয়ের শতাধিক শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন। সভায়, বাল্য বিয়ে, মাদক প্রতিরুধে ধর্মীয় শিক্ষকদের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।