বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৫:৫১ পিএম
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজনের নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক মহির উদ্দিন (৩২) কে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মহিরউদ্দিন নাটোর সদা উপজেলার বামনডাঙ্গা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। 

জানা যায়, বুধবার সকালে তারা মাইক্রোবাসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রাম থেকে সিরাজগঞ্জে  আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে বড়াইগ্রামের আইড়মারি ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটলে মাইক্রোবাসের চালকসহ সাতজন যাত্রীর সবাই মারা যান। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘাতক ট্রাকটির চালককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৫/৯৮/১০৫ ধারায় বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে