চাটমোহরে প্রতিপক্ষের মারপিটে জখম ১

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৭:১১ পিএম
চাটমোহরে প্রতিপক্ষের মারপিটে জখম ১

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে প্রতিপক্ষের মারপিটে এক ব্যক্তি রক্তাক্ত জখম হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হান্ডিয়াল বাজারে। আহত ব্যক্তি হলেন হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামের হজরত আলীর ছেলে শাহিদুল ইসলাম (৩৭)। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। 

অভিযোগে জানা গেছে,হাসুপুর গ্রামের আঃ ছাত্তার ও তার দুই ছেলে আমিনুল ও মনিরুল পূর্ব বিরোধের জের ধরে ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হান্ডিয়াল বাজারে শাহিদুল ইসলামকে আতর্কিত মারপিট করে। এসময় শাহিদুলের কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বেধরক মারপিট করে রক্তাক্ত জখম করে। বাজারের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। বাজারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে বৃহস্পতিবার (২৪ জুলাই) আহত শাহিদুল ইসলাম চাটমোহর থানায় একটি জিডি করেছেন। শাহিদুলের অভিযোগ আঃ ছাত্তার গং এর বিরুদ্ধে আদালতে দায়ের করা একটি মামলার সে সাক্ষী। তাকে সাক্ষী দিতে বারণ করা হয়। কিন্তু সে বারণ না মানায় তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা ও মারপিট করা হয়। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল আলম জানান,এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্তপূর্বকপরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে