চাটমোহরে

অসুস্থ বিএনপি নেতাদের দেখতে গেলেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৭:১৩ পিএম
অসুস্থ বিএনপি নেতাদের দেখতে গেলেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি

পাবনা-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন চাটমোহর উপজেলার অসুস্থ বিএনপির ৩জন নেতা দেখতে তাঁদের বাড়িতে যান। বৃহস্পতিবার দুপুরে হাসান জাফির তুহিন প্রথমে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,চাটমোহর পৌরসভার সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নানের  বালুচর মহল্লার বাসভবনে যান। তিনি অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। কিছু সময় তিনি সেখানে অবস্থান করেন। এরপর কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি বালুচর মহল্লার বাসিন্দা ছাত্রদলের সাবেক নেতা মোঃ খলিলুর রহমানের বাড়িতে যান। তিনি সেখানে অসুস্থ এই নেতার শারিিরক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি খলিলুর রহমানের চিকিৎসার পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। তিনি খলিলুর রহমানের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন। শেষে হাসান জাফির তুহিন বিলচলন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,বিলচলন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর কুমারগাড়া গ্রামের বাড়িতে যান। তিনি অসুস্থ এই নেতার খোঁজখবর নেন। কিছু সময় তাঁর সাথে থাকেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর সমর্থন কামনা করেন। এছাড়া হাসান জাফির তুহিন চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ বেলালুর রহমানের বাসভবনে গিয়ে তার খোঁজখবর নেন। 

কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সাথে উপস্থিত ছিলেন,ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড.আরিফা সুলতানা রুমা,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু,পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,বিএনপি নেতা ভিপি সেলিম,জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস,মোঃ আঃ মজিদ মাস্টার,মনির উদ্দিন মনি,শওকত আকবর,শ্রমিক দলের উপজেলা সভাপতি মোন্তাজ আহমেদ,কৃষদলের পৌর আহবায়ক ফজলুল হক,সোহেল রানা,আঃ কুদ্দুস সরকার,আলী আহমেদ প্রমুথ নেতৃবৃন্দ। 

আপনার জেলার সংবাদ পড়তে