শিশুশ্রম, বাল্যবিবাহ, ক্ষুধা, অপুষ্টি ও প্লাষ্টিকমুক্ত কিশোরগঞ্জ উপজেলা গড়তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ মতবিনিময় সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ উপজেলা এরিয়া ম্যানেজার সাগর ডি'কস্তা প্রমূখ।