কুড়িগ্রামের রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার নবনির্বাচিত কমিটির শপথগ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩জুলাই) রাত সাড়ে ১০টায় সংস্থার কার্যালয়ে নবনির্বাচিত কমিটির শপথবাক্য পাঠ করান সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহা. আব্দুস ছাত্তার সরদার। এসময় নবনির্বাচিত কমিরি সভাপতি মো. রাজা মিয়া ও সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলামসহ কার্যকরি কমিটির ১৩সদস্য অংশগ্রহন করেন। সভাপতি রাজা মিয়া বলেন, রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থা সমাজ কল্যাণ মন্ত্রনালয় থেকে নিবন্ধিত একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের সকল সদস্য উন্নয়নে আমরা নবনির্বাচিত কমিটির লোকজন কাজ করে যাব। পাশাপাশি সমাজ ও দেশ উন্নয়নেও আমাদের অবদান থাকবে। এছাড়া নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন মো. আবু বক্কর সিদ্দিক সহ-সভাপতি, মো. আব্দুল জলিল যুগ্ম সা. সম্পাদক, এরশাদুল হক কোষাধ্যক্ষ, আলমগীর হোসেন বসুনিয়া সাংগঠনিক সম্পাদক, মোজাফ্ফর হোসেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, হোসেন আলী ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, সাহেদুল হক শিক্ষা ও সংষ্কৃতিক সম্পাদক, ছপিরুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, ফজলুল হক দপ্তর সম্পাদক, মোজাম্মেল আলী ও মহুবর রহমান কার্যকরি সদস্য। গত ১জুলাই সংস্থার কার্যালয়ে ৩৯৮জন সদস্য কণ্ঠভোটে এ কমিটি নির্বাচিত করেছেন।