মতলবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলগুলোর অন্তর্ভুক্তির দাবি

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৮:০১ পিএম
মতলবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলগুলোর অন্তর্ভুক্তির দাবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলগুলোর অন্তর্ভুক্তির দাবিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মতলব উত্তর উপজেলা শাখার আয়োজনে  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের শুরুতে সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে একটি প্রস্তাবনা গ্রহণ করা হয়।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কেজি) এসোসিয়েশনের আহ্বায়ক নুরুল আমিন পাটোয়ারীর সভাপতিত্বে ও মাওলানা মাইনুদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম ও শহিদুল হক, শিক্ষক নেতা রাসেল আহমেদ, নাসরিন আক্তার, রোজিনা আক্তার ।

এছাড়া শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে সাইফ আহমেদ, আলফি ইসলাম, খাদিজা ইসলাম, মারিয়াম নুর, হাফসা, নিহা, ইমরোজ নোহা, তোহা মনি প্রমুখ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক বৃত্তি নয়, আমরা চাই প্রকৃত মেধার মূল্যায়ন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সোনার বাংলায় কোনও বৈষম্যের ঠাঁই নেই। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্য চলবে না।

তারা আরও বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশেষ করে কিন্ডারগার্টেনগুলো দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও, প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা হচ্ছে এ সকল শিক্ষার্থীদের। এটি চরম বৈষম্য। আমরা এর অবসান চাই। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করতে হবে।মানববন্ধন শেষে  এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে