বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের দল যেভাবে নিজেদের সংগঠনকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে, তেমনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি দাবি করেন, গত ৫৪ বছরে জামায়াত ইসলামী বাংলাদেশের কোনো নাগরিকের প্রতিও অবিচার করেনি। বরং এদেশের মানুষ ও মাটির প্রতি ভালোবাসা থেকেই জামায়াত সব প্রতিকূলতা সয়ে এখানেই টিকে থেকেছে। তিনি বলেন, "অনুকূল অবস্থায় থাকা সহজ, কিন্তু প্রতিকূল অবস্থায় টিকে থাকাই চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি।"
সম্মেলনে জামায়াত আমির বলেন, "ইসলাম পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। আমরা চাই ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে। এজন্য ইসলামপ্রেমী ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই।"
তিনি আরও বলেন, "আমাদের রাজনীতি মানুষ ও মানবতার কল্যাণে নিবেদিত। দল হিসেবে আমরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। সেই দক্ষতা দিয়েই রাষ্ট্র পরিচালনায়ও সক্ষম হব।"
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশে বিচার ব্যবস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে প্রহসনের আয়োজন করা হয়েছে। তাঁর ভাষায়, "গত সাড়ে ১৫ বছরে বিচার নয়, মানুষ প্রহসন দেখেছে। জামায়াত সেই প্রহসনের অবসান চায়।"
জামায়াত নেতাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াতের কোনো নেতার বেগমপাড়া বা পিসিপাড়া নেই। আমাদের রাজনীতি স্বচ্ছতা ও জনগণের আস্থার ভিত্তিতে পরিচালিত হয়।”
তিনি তার বক্তব্যে জামায়াতের ভবিষ্যৎ রাজনৈতিক পথচলার রূপরেখাও তুলে ধরেন। জানান, দলটি ইসলামি মূল্যবোধ, ন্যায়বিচার এবং মানবকল্যাণের ভিত্তিতে রাজনীতি করতে চায়। একইসঙ্গে তিনি সবার সহযোগিতা কামনা করেন।