নীলফামারী ফিজিওথেরাপি সেন্টার সচল রাখতে এগিয়ে এল জেলা পরিষদ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০২:৩৩ পিএম
নীলফামারী ফিজিওথেরাপি সেন্টার সচল রাখতে এগিয়ে এল জেলা পরিষদ

নীলফামারী জেনারেল হাসপাতালে ২০২৪ সালে চালু করা হয় ফিজিওথেরাপি সেন্টার। তবে সে সময় এটি চালু করা হলেও সেখানে ছিল না কোন যন্ত্রপাতি। অনেকটা সাধারণ মানুষকে ধোকা দেয়া হয় ওই সেন্টার চালুকরণের কথা বলে। 

অবশেষে এটি চালু করণে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে নীলফামারী জেলা পরিষদ। তাদের সহযোগিতায় ঝিমিয়ে পড়া ফিজিওথেরাপি সেন্টার এখন আশার আলো জোগাচ্ছে। 

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় পরিচালক ও সাপ্তাহিক নীলচোখ পত্রিকার প্রকাসক ও সম্পাদক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ বলেন,২০২৪ সালের ডিসেম্বর মাসে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চালু হয় ফিজিওথেরাপি সেন্টার। কিন্তু উদ্বোধনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেখানে ছিল না প্রয়োজনীয় কোন যন্ত্রপাতি। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত ছিলেন জেলার সাধারণ মানুষ। তবে এটি সচল রাখতে পাশে এসে দাঁড়িয়েছে জেলা পরিষদ নীলফামারী। এ সেন্টারটির উন্নয়নে জেলা পরিষদ ৩ লক্ষ টাকা ব্যয়ে সরবরাহ করেছে অত্যাবশ্যকীয় ফিজিওথেরাপি যন্ত্রপাতি। তার মধ্যে রয়েছে: ট্র্যাকশন বেড,সার্ভিক্যাল ও লাম্বার ট্র্যাকশন মেশিন,শর্টওয়েভ ডায়াথারমি মেশিন,ওয়াক্স ব্যাট। এখন এসকল যন্ত্রপাতি স্থাপন ও পরিচালনার মাধ্যমে ধীরে ধীরে সেবা কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে