নীলফামারীর সৈয়দপুরে এস এ পরিবহন পার্সেল সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অফিস থেকে উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ চায়না দুয়ারী (কারেন্ট) জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ২৪ জুলাই শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে এসএ পরিবহন পার্সেল সার্ভিস অফিসে অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী। অভিযানে সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুস্তারিনা আফরোজ এবং সৈয়দপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মনির।
অভিযানে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে আনুমানিক ২০০ মিটার দৈর্ঘ্যরে ৯ পিস চায়না কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩১ হাজার টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুস্তারিনা আফরোজ জানান,চায়না দুয়ারী জাল পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয় এবং পরে উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গণে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য আইন অনুযায়ী এ ধরনের জাল তৈরি, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ বিষয়ে নিয়মিত নজরদারি ও অভিযান চলমান থাকবে।