সিংড়ায় সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০২:৫৪ পিএম
সিংড়ায় সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় মহাসড়ক পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাবেয়া খাতুন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা আদর্শ গ্রামের হাফেজ রাজু আহমেদ এর মেয়ে। বাবার কাছ থেকে আইসক্রীম কিনে নিয়ে মহাসড়ক পারাপারের সময় শিশুটির দুর্ঘটনায় মৃত্যু হয় বলে জানা গেছে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে