বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী সদর উপজেলার উদ্যোগে বিশেষ সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই নীলফামারী শহরের আল-হেলাল একাডেমি মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি তাঁর বক্তব্যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ভূমিকা, আদর্শিক দৃঢ়তা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ মেহমান ছিলেন আব্দুর রশিদ, সাবেক আমীর, নীলফামারী জেলা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সাত্তার, জেলা আমীর এবং ডক্টর খায়রুল আনাম, জেলা নায়েবে আমীর।
সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ। এ সম্মেলনে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক দায়িত্ব ও রুকনগণের করণীয় বিষয়ে আলোকপাত করেন। শেষে মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।