মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে ১৫ জুলাই ২০২৫ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বোরহানউদ্দিন ভুইয়া এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো: শরীফ হোসেন মাষ্টার। মনিরুজ্জামান কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক,হারুন অর রশিদ দেওয়ানকে যুগ্ম আহবায়ক সহ মোট ৩১ জন নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলকে সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ এবং সদস্য সচিব মোঃ আব্দুর রহমান সফিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।