রাজারহাটে অনলাইন জিডি বিষয়ক কর্মশালা

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০৭:২৯ পিএম
রাজারহাটে অনলাইন জিডি বিষয়ক কর্মশালা

কুড়িগ্রামর রাজারহাট থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) করার পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালার আয়োজন করা হয়।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে থানা ভবনের গোলঘরে অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তছলিম উদ্দিন ও এসআই জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে অনলাইন জিডি সফটওয়্যার কীভাবে মোবাইলে ডাউনলোড ও ব্যবহার করতে হয়, সে বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। তাঁরা জানান, এখন ঘরে বসেই সহজেই পুলিশি সেবা গ্রহণ করা সম্ভব, এজন্য শুধু একটি স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ট।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশিদ, খন্দকার আরিফ এবং সচেতন ছাত্র সমাজের প্রতিনিধিরা। কর্মশালাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে এবং অনলাইন জিডি বিষয়ে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে।

আপনার জেলার সংবাদ পড়তে