ঢাকার উত্তরার দিয়ারবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সুস্থতা কামনা ও নিহতদের স্মরণে পাবনার চাটমোহরে মিলাদ ও দোয়া মাগফিল অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠণের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে পাবনা-৩ আসনের বিএনপির নির্বাচনী অফিস বোঁথরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু,ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড.আরিফা সুলতানা রুমা,চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,বিএনপি নেতা জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস,শ্রমিদল নেতা মোন্তাজ আহমেদ,কৃষকদল নেতা ফজলুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।