চাটমোহরে দেড় হাজার বছরের বিষ্ণুমূর্তি উদ্ধার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০৭:৩৯ পিএম
চাটমোহরে দেড় হাজার বছরের বিষ্ণুমূর্তি উদ্ধার

পাবনার চাটমোহরে দেড় হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।  গতকাল শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নিমাইছড়া ইউনিয়নের মাজগ্রাম এলাকায় জনৈক লোকমান হোসেনের পুকুরে মূর্তিটি পাওয়া যায়।  পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে এটি উঠে আসে।  খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে।  পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর থানার অফিসার ইনচার্জকে জানানো হয়।  বিষ্ণুমূর্তিটি বর্তমানে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশি হেফাজতে রয়েছে।  এটিকে প্রত্নতত্ত অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। 

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম বিষ্ণুমূর্তিটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,এটি এখন পুলিশি হেফাজতে রয়েছে আগামী রবিবার বগুড়া থেকে প্রত্নতত্ত অধিদপ্তরের লোকজন এসে সেটি নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানিয়েছেন,নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামে আনুমানিক দেড় হাজার বছরের পুরনো এই বিষ্ণুমূর্তি পাওয়া গিয়েছে। বর্তমানে এটি চাটমোহর থানা হেফাজতে আছে। শীঘ্রই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। চাটমোহরের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত গবেষণায় এই প্রত্নতাত্তিক নিদর্শন সহায়তা ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে