পোরশায় মাদক সহ ব্যবসায়ী আটক

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ পিএম
পোরশায় মাদক সহ ব্যবসায়ী আটক

নওগাঁর পোরশায় ৪০পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মনিরুল হাসান সুমন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ। সে নিতপুর মাস্টারপাড়ার মৃত আকতার হোসেনের ছেলে। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সড়ে ৯টায় এসআই লালন কুমার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তার নিজ বাসার সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪০ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে