সুজানগরের গ্রামাঞ্চলের জনজীবন সীমাহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০১:৩৮ পিএম
সুজানগরের গ্রামাঞ্চলের জনজীবন সীমাহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ

পল্লী গ্রাম বা গ্রামা-গঞ্জে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে দেশে পল্লী বিদ্যুতের উদ্ভব হয়। অথচ শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের পরিমাণ অনেক বেশি। গত এক মাস হলো পাবনার সুজানগরের গ্রামাঞ্চলের জনজীবন সীমাহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, সুজানগর পৌর শহরের বাইরে উপজেলার ১০টি ইউনিয়নের গ্রামাঞ্চলে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২’র সুজানগর আঞ্চলিক অফিসের আওতায় হাজার হাজার গ্রাহক রয়েছে। এ সব গ্রাহকদের অনেকের ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে তাঁত শিল্প উল্লেখযোগ্য। এ ছাড়া স’মিল, বরফ মিল, রাইস মিল এবং অন্যান্য কলকারখানাতো আছেই। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ নির্ভর ওই সকল শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে গ্রামাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের লেখা-পড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার মানিকহাট গ্রামের ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক ওমর আলী জানান, গ্রামাঞ্চলে বিদ্যুতের লোডশেডিংয়ের নির্দিষ্ট কোন সময় নেই। এমনকি কত সময় লোডশেডিং চলবে তারও কোন সময়সীমা নেই। যখন তখন এবং যতক্ষণ ইচ্ছা ততক্ষণ লোডশেডিং দেওয়া হয়। উপজেলার বোনকেলা গ্রামের বিদ্যুৎ গ্রাহক আব্দুল মান্নান মাস্টার বলেন গ্রামাঞ্চলে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকেনা। মাঝে মধ্যে আসে। কাজেই এটিকে লোডশেডিং বলে কিনা জানি না। এ ব্যাপারে উক্ত আঞ্চলিক অফিসের ডিজিএম উত্তম কুমার সাহা বলেন চাহিদার তুলনায় বিদ্যুতের বরাদ্দ কিছুটা কম। সেকারণে গ্রামাঞ্চলে মাঝে মধ্যে লোডশেডিং দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে