দাকোপে জুলাই পুনর্জাগরণ স্মরণে শপথ পাঠ

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৩:১৫ পিএম
দাকোপে জুলাই পুনর্জাগরণ স্মরণে শপথ পাঠ

দাকোপে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগীতায় অনুষ্ঠানের শুরু থেকে জাতীয় পর্যায়ের কর্মসূচীর সাথে অনলাইনে সংযুক্ত থেকে কর্মসূচীতে অংশ নেওয়া হয়। শপথ পাঠ শেষে আলোচনা সভায় অতিথি হিসাবে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর, দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের হেলাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠক রাহাত সরদার প্রমুখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক, এতিমখানা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠক, ভাতাভোগী এবং প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়।

আপনার জেলার সংবাদ পড়তে