মেলান্দহে জুলাই চেতনা শীর্ষক আলোচনা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৩:১৭ পিএম
মেলান্দহে জুলাই চেতনা শীর্ষক আলোচনা

জামালপুরের মেলান্দহ উপজেলা অডিটোরিয়ামে জুলাই চেতনা শীর্ষক আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ২৬ জুলাই সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-সহকারি কমিশনার (ভূমি) তাসনীম জাহান। 

সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, ওসি তদন্ত স্নেহাশীষ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম, একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম, উপজেলা প্রোগ্রামার অফিসার মোবারক হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 

সভায় দুর্নীতি-সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। 


ক্যাপন: জামালপুরের মেলান্দহে জুলাই চেতনা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন-সহকারি কমিশনার (ভূমি) তাজনীম জাহান। ছবিতে অতিথিদের একাংশ।  

জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ৫০ জন প্রতিবন্ধিদের মাঝে বিনামুল্যে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। দোস্ত এইড সোসাইটি বাংলাদেশ এর আয়োজন করেছে।

 এ উপলক্ষে ২৩ জুলাই বেলা ১১টায় উমির উদ্দিন পাইলট স্কুল মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও এস.এম. আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দোস্ত এইডের হেড অব একাউন্স এন্ড এডমিন কহিনুর ইসলাম চৌধুরীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 


আপনার জেলার সংবাদ পড়তে