ভাঙ্গুড়ায় জামায়াতের যুব বিভাগের অফিস উদ্বোধন

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৩:৩১ পিএম
ভাঙ্গুড়ায় জামায়াতের যুব বিভাগের অফিস উদ্বোধন

পাবনায় ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর যুব ও শ্রম বিভাগের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ২৫ জুলাই ) বিকেল সাড়ে ৫ টার দিকে  পৌর শহরের ভাঙ্গুড়া বাজার এলাকায় রাফিন প্লাজার দ্বিতীয় তলায়  সংগঠনের অফিস উদ্বোধন করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। 

উপজেলা যুব ও শ্রম বিভাগের সভাপতি মো.আব্দুস সাদিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মজিবর রহমান, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ আব্দুল হাই জমিরী, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী, সেক্রেটারি আব্দুল মালেক, পৌর যুব ও শ্রম বিভাগের সভাপতি সুলতান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব ও শ্রম বিভাগের সেক্রেটারি মো. আতিকুজ্জামান ।  

আপনার জেলার সংবাদ পড়তে