আত্রাইয়ে চুরি ও মাদক মামলার আসামীসহ গ্রেফতার ৫

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৩:৪২ পিএম
আত্রাইয়ে চুরি ও মাদক মামলার আসামীসহ গ্রেফতার ৫

নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে চুরি ও মাদক মামলার পলাতক আসামীসহ ৫জনকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেল থেকে রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানাপুলিশ জানায়,তিনটি চুরি ও একটি মাদক মামলার পলাতক আসামী আতিকুল ইসলাম (৪০) বাড়ীতে রয়েছে ,এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আতিকুল উপজেলার বিশা স্যান্যালপাড়া গ্রামের সোলাইমান মন্ডলের ছেলে। অন্যদিকে উপজেলার কাশিয়াবাড়ী বলরামচক এলাকার অনিল চন্দ্রের বাড়ীর পিছনে সন্দেহজনক অবস্থায় ঘোরা-ফেরা করার সময় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার তাদেরকে আটক করে জনতা। আটককৃতরা হলেন,উপজেলার হিঙ্গলকান্দি গ্রামের গোলজার রহমানের ছেলে ফরহাদুল ইসলাম (৩১),শিমুল কুচি গ্রামের হামিদুল ইসলামের ছেলে সজিব (২৩) এবং সাহেবগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রুহুল আমিন (৪০)। এঘটনায় তাদের বিরুদ্ধে ১৫১ধারায় মামলা দায়ের করে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার হাতিয়াপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে বানেজ আলী (৩৫) কে আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম বলেন,গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।