বাঞ্ছারামপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

এফএনএস (নাছির উদ্দিন দুলাল; বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ২৬ জুলাই, ২০২৫, ০৫:০০ পিএম | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৫:০০ পিএম
বাঞ্ছারামপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন’ বিষয়ক শপথ গ্রহণ অনুষ্ঠান। সামাজিক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণ একত্রিত হয়ে সমাজ পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়। তাদের দীর্ঘদিনের সামাজিক ও নারীর ক্ষমতায়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এ আয়োজনের মাধ্যমে শিক্ষার উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সামগ্রিক সামাজিক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা সহযোগিতা করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা সাবিহা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান দুদ মিয়া মাস্টার, সমাজসেবা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা ইভা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ ও উপজেলা আইসিটি কর্মকর্তা ফজিলাতুন্নেছা।

এছাড়া বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শামীম শিবলী, সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, আলমগীর হোসেনসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বাঞ্ছারামপুর উপজেলা সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে