জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে শপথ গ্রহন অনুষ্ঠান শনিবার (২৬ জুলাই) সকাল দশটায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার সঞ্চালনায় শপথ গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা জামায়াতের সেক্রেটারি বায়েজিদ শরীফ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য শামিম খলিফা, জুলাইযোদ্ধা রিয়াদ হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত সদস্য, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।