চারিদিকে মাদকের ছড়াছড়ি। খুব সহজেই হাতের কাছে পাচ্ছে ইয়াবা গাঁজা। শিশু কিশোর যুবক কেউ রক্ষা পাচ্ছে না। মাধ্যমিক ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও আসক্ত হয়ে পড়ছে। তাদের আচরণ ও ব্যবহারে অতিষ্ঠ পরিবার। টাকার জন্য ঘরের আসবাবপত্র ভাংচুর করছে। গালমন্দ ও মারধর করছে পিতা মাতাকে। কখনো গলায় ধরছে ছুঁড়া। লাভের আশায় ঝুঁকে পড়ছে অনলাইন জুয়ায়। ব্যবসা চাঙ্গা মাদক কারবারীদের। জুয়ার চালকরা দেদারছে কামাই করছেন টাকা। আসক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মুছকি হাঁসছেন তারা। উদ্বেগ উৎকন্ঠা আর চোখের জলে ভাসছেন অনেক অভিভাবক। সূত্র জানায়, সম্প্রতি গ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি ছিনতাই। রেহায় পাচ্ছে না মসজিদের মাইকের ব্যাটারি মেশিন ও ফ্যান। এমন আজাব থেকে রক্ষার আশায় বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের সহস্রাধিক মানুষ। গ্রামবাসীর উদ্যোগে গত শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মিতালী সংঘের কার্যালয়ের পাশের সড়কে ১২ সংগঠন ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এক সময় গ্রামের বিভিন্ন বয়সের লোকজনের অংশ গ্রহণে মানববন্ধন সমাবেশের রূপ ধারণ করে। হাবিবুল হক রাজ্জির সঞ্চালনায় গ্রামের বিশিষ্ট মুরব্বি ও সালিসকারক মো. আক্রাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সরাইল মহিলা কলেজের প্রভাষক, সরাইল প্রেসক্লাবের সাবেক সম্পাদক মোহাম্মদ মাহবুব খান। প্রধান আলোচক ছিলেন জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল-আমীন শাহিন। বক্তব্য রাখেন-বিট পুলিশ অফিসার আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের সম্পাদক মো. নুরূজ্জামান জাবেদ, বিভিন্ন সংগঠনের পক্ষে ফজলে রাব্বি চপল, আক্তার হোসেন ভূঁইয়া, ভুক্তভোগি ইমাম হোসেন, শাহাদ আলী, আল আমীন ও নাসির। ভুক্তভোগিরা নিজেদের ভুগান্তির কথা বলতে গিয়ে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আপনসহ মাদকের ডিলার বিক্রেতা ও চুরির সাথে জড়িতদের নাম প্রকাশ্যে মাইকে বলতে থাকেন। তবে আপনসহ অভিযুক্ত অনেকেই নিজেকে নির্দোষ দাবী করেন। অন্যান্য সংগঠনের প্রতিনিধি ও গ্রামবাসী বলেন- পুলিশ প্রশাসনকে ফাঁকি দিয়ে গ্রামে মাদকের ব্যবসা চলছে এটা আমরা বিশ্বাস করি না। আপনারা আরো সদয় হউন। আমরা সকলেই একই গ্রামের বাসিন্দা। কেউ কারো শত্রূ না। নিজ গ্রাম ও পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে এই ব্যবসাটা ছেড়ে দেন। ভালো পথে আসুন। আর গ্রামের উজ্জ্বল ভবিষ্যৎ গুলোকে ধ্বংস করবেন না। চুরি ছিনতাই আর মাদক দিয়ে গ্রামের ইজ্জত নষ্ট করা বন্ধ করূন। মাদক চুরি বন্ধ করতে গ্রামের সকল সংগঠন ও সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে এসেছেন। আপনারা যত শক্তিশালীই হউন না কেন মানুষ নয়, এক সময় প্রকৃতিই আপনাদের বিচার করে ফেলবে। এই মহামারী থেকে বাঁচতে সকলেই সমাজ, পুলিশ ও উপজেলা প্রশাসনের তড়িত হস্তক্ষেপ কামনা করেছেন। মাদক চুরি প্রতিরোধে আর বসে থাকবে না গ্রামবাসী। আর দেখে কেউ হজমও করবে না। যেখানে মাদক সেখানেই হবে প্রতিরোধ। সুন্দর সুশৃঙ্খল দেওড়া ও আলোকিত ভবিষ্যৎ গড়তে আমরা ঐক্যবদ্ধ। গ্রামবাসীর উদ্যোগের সাথে একাত্বতা প্রকাশ করে এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন- দেওড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন, বন্ধন যুব সংগঠন, মিতালী সমাজ কল্যাণ সমিতি, একতা সমাজ কল্যাণ সংঘ, দূরন্ত পথিক সমাজ কল্যাণ সংঘ, প্রভাতী সমাজসেবা সমিতি, ভূঁইয়া ফাউন্ডেশন, দেওড়া ফুটবল একাডেমি, গরীব গায়েজ, নব দিগন্ত যুব সংঘ, ব্রাদার্স ফাউন্ডেশন, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য ও সাধারণ জনতা।