ঐতিহ্যবাহী নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজে মা সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে দুই শতাধিক মা-দের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মাজহারুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সদস্য আব্দুস সোবাহান, সিনিয়র শিক্ষক শফিকুল কবির, মুকুল হায়দার, অভিভাবক সদস্য খাদিজা খাতুন, পপি খাতুন প্রমূখ।