উত্তপ্ত তারাপুর: বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট

মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৭:৩১ পিএম
মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

পাবনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত মো.হাদিস(৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৬ জুলাই) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর ফের ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।দুপুরের দিকে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এই সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো.হাদিস নতুন মসজিদের পক্ষের সমর্থক ছিলেন। তাঁর মৃত্যুর পর উত্তেজিত লোকজন প্রতিপক্ষের (পুরোনো মসজিদের সমর্থকদের) ১০ থেকে ১৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেন এবং কয়েকটি বাড়িতে ব্যাপক লুটপাট চালান। খবর পেয়ে বেড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর অভিযোগ, অগ্নিসংযোগের পরপরই ফায়ার সার্ভিসে ফোন করা হলে তাঁদের টিএন্ডটি ও মুঠোফোন নম্বর—দুটিই বন্ধ পাওয়া যায়। আগুন লাগার প্রায় ৪৫ মিনিট পরও ঘটনাস্থলে পৌঁছাননি ফায়ার সার্ভিস কর্মীরা। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও ফায়ার সার্ভিসের বক্তব্য পাওয়া যায়নি।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওলিউর রহমান বলেন, “গতকালের(শুক্রবার) ঘটনায় আহত একজনের মৃত্যুর পর গ্রামে ফের সহিংসতা ছড়ায়। অপরপক্ষের বেশ কিছু বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি নিজে ফোর্স নিয়ে ঘটনাস্থলে আছি। বিকেল সোয়া চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

উল্লেখ্য,এর আগের দিন শুক্রবার (২৫ জুলাই) সকালে তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে নতুন ও পুরোনো মসজিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন, যাঁদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে বগুড়া ও পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে