রূপসায় পিঠাভোগ শীতলাবাড়ি মন্দির কমিটির আয়োজনে বার্ষিক শনিদেব এর পূজা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান ও আলোচনা সভা (২৬ জুলাই) বিকেলে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আর্য ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও পালেরহাট মহাশ্মশান কমিটির সভাপতি সমর কুমার কুন্ডু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফা উল বারী লাভলু, বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি শামীম আহমেদ জমাদ্দার, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বনি আমিন সোহাগ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিঠাভোগ শীতলাবাড়ি মন্দির কমিটির সভাপতি প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়।
রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু ও শিক্ষক নৃপেন্দ্রনাথ রায়ের পরিচালনায় বক্তৃতা করেন শিক্ষক গোবিন্দ চন্দ্র রায়, বিকাশ চন্দ্র মালি, উদয় মন্ডল,স্বপন কুমার বিশ্বাস,বিমল কৃষ্ণ মজুমদার, গৌরাঙ্গ মালাকার, মাধব চন্দ্র রায়, হরিদাস রায়, বিনয় বিশ্বাস, শিমূল মজুমদার,দিবাকর মালী,ব্রজনাথ রায়,সুরেন্দু লস্কর, সুভাষ দাস প্রমূখ। এরপর অতিথিবৃন্দ মন্দির চত্বরে বৃক্ষের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।