আত্রাইয়ের সাবেক এমপি ওহিদুর রহমান আর নেই

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৭:৪৫ পিএম
আত্রাইয়ের সাবেক এমপি ওহিদুর রহমান আর নেই

নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের সাবেক এমপি বীামুক্তিযোদ্ধা ওহিদুর রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, কৃষক-শ্রমিক আন্দোলন ও প্রগতিশীল রাজনীতির অগ্রসেনানী। 

জানাগেছে, ওহিদুর রহমান ছিলেন পূর্ব বাংলার কমিউনিস্ট বিপ্লবীদের রণাঙ্গনের অন্যতম সংগঠক। তিনি মুক্তিযুদ্ধের সময় ‘পূর্ব বাংলা সমন্বয় কমিটির’ একজন সক্রিয় সদস্য হিসেবে সশস্ত্র প্রতিরোধে অংশ নেন। ছাত্র রাজনীতি দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় । ১৯৬৫ সালে তিনি ছাত্র ইউনিয়নের রাজশাহী জেলা কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়া তিনি ছিলেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। অবিভক্ত রাজশাহী জেলার কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বাংলাদেশ আখ চাষী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

১৯৮৬ সালে ওহিদুর রহমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করেন। ১৯৮৯ সালে তিনি পার্টির নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং পরবর্তীতে কেন্দ্রীয় কমিটিতে কো-অপ্ট সদস্য হিসেবে যুক্ত হন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ১৯৯০ সালে আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ১৯৮৩ সালে শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ওহিদুর রহমান ১৯৬৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালের ২১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন।

ওহিদুর রহমানের ছেলে সাবেক এমপি আ্যাডভোকেট ওমর ফারুক সুমন জানান,শনিবার প্রথম নামাজে জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এদিন বাদ এশা নওগাঁ শহরের নওজোয়ান মাঠে মরহুমের ২য় জানাজা  এবং রোববার সকাল ১০টায় তাঁর নিজ জন্মস্থান আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে রাষ্ট্রীয় মর্য়াদায় ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ওহিদুর রহমান রসুলপুর গ্রামের মৃত এবাদুর রহমান মাস্টারের ছেলে। মৃত্যুকালে দুই ছেলেসহ অসংখ্যগুনাগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে