লালপুরে বিএনপির কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৭:৫৯ পিএম
লালপুরে বিএনপির কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা

নাটোরের লালপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ -দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু'র দিকনির্দেশনায়  লালপুর উপজেলার বিলমাড়িয়া  ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিলমাড়িয়া সরকারি প্রাথমিক  বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিলমাড়িয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক  গিয়াস উদ্দিন সরদারের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু,

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজির উদ্দিন বাবু ও ফিরোজ হোসেন মিল্টন, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাদুল হক বাচ্চু, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মঞ্জু আহমেদ  রয়েল সহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।

কর্মী সমাবেশে নেতৃবৃন্দ  আগামী ২ আগস্ট গোপালপুর পৌর এলাকায় বিজয় মিছিল সফল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে