গাজায় ইসরায়েলি আগ্রাসন: ঝরলো আরও ৭১ প্রাণ

এফএনএস অনলাইন:
| আপডেট: ২৭ জুলাই, ২০২৫, ১২:৫৪ পিএম | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৫, ১২:৫১ পিএম
গাজায় ইসরায়েলি আগ্রাসন: ঝরলো আরও ৭১ প্রাণ

গাজা উপত্যকায় ইসলায়েলি আগ্রাসন যেন থামছেই না। প্রতিনিয়ত অঘোষিত হামলায় ঝরে যাচ্ছে হাজার হাজার প্রাণ। এছাড়াও আহত হয়ে হাসপাতালে কাঁতরাচ্ছেন আরও অধিক মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই ছিলেন ত্রাণের আশায় অপেক্ষমাণ।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৬ জুলাই) ইসরায়েলি বিমান হামলায় ৭১ জন নিহত হন, যাদের মধ্যে ৪২ জন ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন।

অন্যদিকে অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এভাবে মারা গেছেন ১২৭ জন, যাদের মধ্যে ৮৫ জনই শিশু।

ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য ও ওষুধের প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা। তাদের দাবি, অনুমতির অভাবে নিরাপদে ত্রাণ সরবরাহ করা যাচ্ছে না।

যদিও ইসরায়েল বলছে, তারা আকাশপথে ত্রাণ সরবরাহ করছে। দেশটির মিত্র সংযুক্ত আরব আমিরাতও একই পদক্ষেপের কথা জানিয়েছে। তবে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনি বলেন, আকাশপথে ত্রাণ সরবরাহ ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ এবং কার্যকর নয়।

তিনি বলেন, গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে হলে অবরোধ তুলে রাস্তাগুলো খুলে দিতে হবে।

ইসরায়েল ঘোষণা দিয়েছে, রোববার থেকে কিছু নির্দিষ্ট এলাকায় সাময়িক হামলা বিরতি থাকবে। তবে তারা স্পষ্ট করেনি, কোথায় কোথায় এই বিরতি কার্যকর হবে।