লাকসামে বিএনপি নেতা আজিম স্মরনে নাগরিক শোক সভা

এফএনএস (এমএসআই জসিম; লাকসাম, কুমিল্লা) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৫, ০১:৪৬ পিএম
লাকসামে বিএনপি নেতা আজিম স্মরনে নাগরিক শোক সভা

লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সদ্য প্রয়াত কর্ণেল (অবঃ) এম আনোয়ার উল আজিম স্মরনে বিএনপির উদ্যোগে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সামিরা আজিম দোলা। শনিবার উত্তরদা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরন সভায় বিএনপি নেতা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক শোক সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুল হাই চেয়ারম্যান, শাহাদাত হোসেন, হাজী জসিম উদ্দিন, হাজী আমির হোসেন, শওকত আলম সেলিম, আহসান উল্লাহ, জাহিদ ইকবাল মোহন, জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম প্রমুখ। পরে লাকসাম পূর্ব পেঁচরা দাখিল মাদ্রাসা মাঠে নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সামিরা আজিম দোলা। সভায় নেতৃবৃন্দ বলেন আজিমের অবদান কোন কিছু দিয়েই  ভুলার মত নয়। সদ্য প্রয়াত বিএনপি নেতা সাবেক এমপি কর্নেল (অবঃ) এম আনোয়ার উল আজিমের স্মৃতিচারন ও কর্মকান্ডের উপর আলোচনা করেন নেতৃবৃন্দ। বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন জানান, লাকসাম-মনোহরগঞ্জ সকল ইউনিয়নে আজিম স্মরনে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে। সভায় ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় ও নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে