জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৫, ০১:৪৬ পিএম
জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জাতিসংঘ সদর দফতরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিবেন। তাই আজ রোববার সকালে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে।

৩ দিনব্যাপী সম্মেলন শেষে আগামী শুক্রবার সকালে তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

উপদেষ্টা তৌহিদ হোসেন সম্মেলনের আলোচনায় অংশ নিয়ে গাজায় চলমান মানবিক ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি নতুন করে গতি সঞ্চারে সচেষ্ট হবেন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিনের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিয়েছে এবং ১৯৮৮ সালে ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণার পরপরই প্রথম দিকের স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর অন্যতম ছিলো বাংলাদেশ।

আপনার জেলার সংবাদ পড়তে