শ্রীমঙ্গলের নতুন বাজার এখন প্রতিদিনই সরগরম থাকে কলা বিক্রেতা, পাইকার ও খুচরা ক্রেতাদের ভিড়ে। সকাল হলেই কলার হাট বসে। এই হাটে বিক্রি হয় পাহাড়, টিলা ও সমতল এলাকার বাগান থেকে আসা নানা জাতের কলা। মূলত টিলা-ঘেরা চা-বাগানের আশেপাশে, ছোট ছোট বাগানে চাষ হওয়া এসব কলা বাজারে এনে লাভজনকভাবে বিক্রি করছেন কৃষকরা।
শ্রীমঙ্গল ও আশেপাশের এলাকা যেমন কালীঘাট, সাতগাঁও, ভাড়াউড়া, রাজঘাট, মোহাজিরাবাদ, বিষামনি, ডলুছড়া, মির্জাপুর, জাম্বুরাছড়া, রাধানগরসহ বিভিন্ন এলাকা থেকে কলা আসে-এসব অঞ্চলের পাহাড়ি ও টিলাভূমিতে কলা চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। কলা গাছ বড় হওয়ার পর কৃষকরা সেগুলো কেটে গাড়ি বা ভ্যানযোগে এবং সিএনজি অটোরিকশায় প্রতিদিন সকাল সকাল নতুন বাজারে নিয়ে আসেন। কেউ কেউ নিজের গাড়িতে আনে, আবার কেউ ভাড়া করা গাড়ির মাধ্যমে সরবরাহ করেন।
উপ-সহকারি কৃষি অফিসার মো. মাসুকুর রহমান ও সুমা পাল জানান, শ্রীমঙ্গলে দিন দিন কলা চাষ বাড়ছে। বর্তমানে শ্রীমঙ্গলে ১০৫ হেক্টর অর্থাৎ ২৬০ একর জমিতে কলা চাষ হচ্ছে।
এক আড়তের ম্যানেজার রানা দাস জানান, প্রতিদিন শ্রীমঙ্গলের নতুন বাজারে প্রায় ১ হাজারের মতো কলা আসে। কোন কোন দিন এ সংখ্যা আরো বেড়ে যায়। তিনি আরো জানান, প্রতিদিন ৪ থেকে ৫ লাখ টাকার কলা বিক্রি হয়ে থাকে। অবশ্য তা কোন কোন সময় কিছুটা কম-বেশি হয়।
নতুন বাজারের কলার হাট শুরু হয় প্রতিদিন সকাল ৭টার দিকে এবং চলে রাত ৮টা পর্যন্ত। হাটে কলা সাজিয়ে রাখা হয়। এখানে গাঁওগ্রামের কৃষক যেমন আছেন, তেমনি আছেন বড় পাইকাররাও। যারা এখান থেকে কলা কিনে পাঠিয়ে দেন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, তাজপুর, গোয়ালা বাজারসহ বিভিন্ন জায়গায়, এমনকি রাজধানী ঢাকা পর্যন্ত।
এই হাটে পাওয়া যায় বিভিন্ন জাতের কলা-এরমধ্যে চাম্পা কলা, সবরি কলা, লম্বি কলা, কাঁচকলা প্রভৃতি। প্রতিটি কলার ছড়া গড়ে জাত ও আকৃতিভেদে ৫০-৭০০ টাকায় বিক্রি হয়। মুল্য নির্ভর করে জাত ও আকৃতির ওপর। অনেক সময় মৌসুম ও চাহিদা বাড়লে দাম আরও বেশি হয়।
স্থানীয় কৃষকরা জানান, কলা বিক্রি করে তাদের মাসিক আয় ভালো হয়। খরচ কম, পরিচর্যা তুলনামূলক সহজ এবং সারা বছর চাষযোগ্য হওয়ায় কলা তাদের জন্য লাভজনক ফসল হয়ে উঠেছে।
তবে বাজারে পর্যাপ্ত ছায়াযুক্ত স্থানের অভাব, ট্রাফিক জট ও মাঝে মাঝে পরিবহন সমস্যা ব্যবসায়ীদের কিছুটা অসুবিধায় ফেলে। বিক্রেতারা চায় স্থানীয় প্রশাসন হাট ব্যবস্থাপনায় আরও নজর দিক এবং অবকাঠামো উন্নয়ন করুক।
শ্রীমঙ্গলের নতুন বাজার শুধু একটি বেচাকেনার জায়গা নয়, এটি এখন কলা চাষের সঙ্গে সংশ্লিষ্ট বহু মানুষের জীবিকার কেন্দ্র। পাহাড় থেকে শহরের বাজারে আসা এই কলার যাত্রাপথ যেন নতুন করে চাষাবাদে উৎসাহ জোগাচ্ছে শ্রীমঙ্গলের কৃষকদের।