দুর্গাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

এফএনএস (মোবারক হোসেন শিশির; দুর্গাপুর, রাজশাহী) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৫, ০২:৪৬ পিএম
দুর্গাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রাজশাহীর দুর্গাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই রোববার উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক উপজেলা পরিষদের হলরুমে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাঃ আছাদুজ্জামান। উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 

জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াহাব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) আলমাছ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার দুলাল উদ্দিন। 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বক্তব্য শেষে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে