জমকালো আয়োজনের মধ্য দিয়ে এডিসি সুপার ফাস্ট কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা, ফুটবল প্রতিযোগিতা, হাঁড়িভাঙ্গা, কাবাডি খেলা, লটারি কুপান ড্র, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলার সমুদ্র কন্যা কুয়াকাটার আমীর হামজা হোটেলের অডিটোরিয়াম তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার ২৬ জুলাই শনিবার রাতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এডিসি সুপারফাস্ট কনস্ট্রাকশন কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক দক্ষিণ বঙ্গ এরিয়ার মোঃ আলিমুন খান সার্বিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
দক্ষিণ বঙ্গ এরিয়ার ডিপো ম্যানেজার মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি জি এম ফারুক আলম, যুগ্ম সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথির নিকট থেকে সর্বোচ্চ বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স মুকুল ট্রেডার্স, দ্বিতীয় সর্বোচ্চ বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স সততা এন্টারপ্রাইজ, তৃতীয় সর্বোচ্চ বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স মইনুল এন্টারপ্রাইজ পুরস্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এডিসি সুপারফাস্ট কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানির খুলনা জোনাল ইনচার্জ রকিবুল ইসলাম, যশোর ইনচার্জ মারুফ হোসেন, অভয়নগর ইনচার্জ রায়হান হোসেন, সাতক্ষীরা ইনচার্জ ইমরান হোসেন প্রমুখ। ২৪, ২৫ ও ২৬ জুলাই তিনদিন ব্যাপী জমকালো আনন্দঘন বিক্রয় প্রতিনিধিদের মিলনমেলায় বিভিন্ন ইভেন্টের খেলাধুলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। এছাড়া লটারি কুপান ড্র শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।