মেঘনা ব্যাংকের এমডি কাজী আহসানের পদত্যাগ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৫, ০৭:১৯ পিএম
মেঘনা ব্যাংকের এমডি কাজী আহসানের পদত্যাগ

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আহসান খলিল রোববার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার মাধ্যমে পদত্যাগ করেন।

তথ্য সূত্রে জানা যায়, তিনি গত বছরের এপ্রিলে ৩ বছরের জন্য ব্যাংকটির এমডি হিসেবে যোগ দেন। তবে ১৫ মাসের মাথায় এসে তিনি আজ রোববার পদত্যাগপত্র জমা দেন। পাশাপাশি পদত্যাগপত্রের অনুলিপি পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কাছেও।

কাজী আহ্সান খলিল গণমাধ্যমকে বলেন, “নতুন পর্ষদ আমাকে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আমাকে ছুটিতে পাঠানোর উদ্যোগ নেয়। আমি সেই প্রস্তাবে রাজি না হয়ে নিজেই পদত্যাগ করেছি। বাংলাদেশ ব্যাংক তদন্ত করলেই আরও অনেক কিছু জানতে পারবে।”

৩৫ বছরের কর্মজীবনে কাজী আহ্সান খলিল প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, মধুমতি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে কাজ করেছেন। তিনি মেঘনা ব্যাংকে যোগদানের আগে এনআরবি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে