বিরলে বিষ প্রয়োগে রাস্তার পাশে সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনায় সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন ভূক্তভোগী। বিরলের বুনিয়াদপুর গ্রামের মৃত ভূতা মোহাম্মদ এর ছেলে ভূক্তভোগী মোঃ তৈমুর হক (৬২) জানান, বুনিয়াদপুর বাজারের পূর্বপার্শ্বে মেইন রাস্তা সংলগ্ন জেলা পরিষদের জায়নায় গত প্রায় ১০ বছর পূর্ব হতে বিভিন্ন ধরনে সবজি চাষ করে আসছে। চলতি মৌসুমে উক্ত জায়গায় বেগুন, ঢেঁড়স, মরিচ, হলুদসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করা হয়েছে। উক্ত জেলা পরিষদের জায়গা সংলগ্ন দক্ষিণ পাশের জমিওয়ালা উক্ত জায়গায় সবজি চাষ করায় বেশ কিছুদিন পূর্ব হতে বিরল বাজারের মৃত মোস্তফা এর ছেলে মোঃ নিজাম উদ্দিন (৪০) আমাকে বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। গত ১৯জুলাই-২০২৫ তারিখ সকাল অনুমান ১১টায় নেজাম উদ্দিন একটি স্প্রে মেশিন দিয়ে হেমার নামক বিষ প্রয়োগ করে তৈমুর হক এর সবজির ক্ষেত গুলি নষ্ট করে দিয়ে আনুমানিক পাঁচ হাজার টাকার ক্ষতি সাধন করে।