কলমাকান্দায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ১১:৪৬ এএম
কলমাকান্দায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আনোয়ার শেখ (২৮) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুর ২টা ৩০ মিনিটে আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের পরিদর্শক মো. মফিজ উদ্দিন শেখ।

আসামি আনোয়ার শেখ কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাসিন্দা।

এর আগে ধর্ষণের অভিযোগে কলমাকান্দা থানায় দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও ভুক্তভোগী গৃহবধূর পরিবারের বরাতে জানা গেছে, আনোয়ার শেখ ভুক্তভোগীর বাড়ির পাশেই একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

গত মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ভুক্তভোগীর পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায় আনোয়ার শেখ অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করে এবং ঘটনা কাউকে জানালে হত্যা করার হুমকি দেয়।

পরে ওই গৃহবধূ বিষয়টি পরিবারকে জানান। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা আনোয়ারকে খুঁজতে থাকেন।

কয়েকদিন গা-ঢাকা দিয়ে থাকার পর গত শনিবার বিকেলে কলমাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসের পাশে তাকে দেখতে পান স্থানীয়রা।

পরে তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরে ভুক্তভোগী নারী ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’-এর অধীনে কলমাকান্দা থানায় একটি মামলা করেন।

পুলিশ ওই মামলায় আনোয়ার শেখকে গ্রেপ্তার দেখায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “ধর্ষণের ঘটনায় রাতে মামলা হয়েছে।

পরে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

আপনার জেলার সংবাদ পড়তে